মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।
পূবালী ব্যাংক পিএলসি'র ২৫৫ তম উপশাখার উদ্বোধন হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ব্যবসায়িক এলাকা চাম্বলে এই উপশাখার যাত্রা শুরু হয়।
নতুন উপশাখার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ শাহেদ আলী, পল্লী বিদ্যুৎ সমিতি বাঁশখালীর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মোঃ আতিকুর রহমান ও মোঃ শাহাদাত হোসাইন। পূবালী ব্যাংক পিএলসি বাঁশখালী শাখার ব্যবস্থাপক মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি চাম্বন উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ রিদুয়ান করিম।
বক্তব্য রাখেন, মোহাম্মদ সাবের হুসাইন, আলহাজ্ব মোহাম্মদ মুজিবুল হোসাইন টিপু, মোঃ জোনায়েদ শিকদার, কামরুল হাসান, আনোয়ারুল ইসলাম, মাস্টার আবু সিদ্দিক, হাসান আহমেদ, বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আলী, মো:ইউসুফ খান:সহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, ও গণ্যমান্য ব্যক্তিরা।
পরে অতিথিরা পিতা কেটে ও বেলুন উড়িয়ে নতুন উপশাখা এবং সিআরএম বুথের উদ্বোধন করেন।
১৯৫৯ সালে চট্টগ্রামের কয়েকজন দূরদর্শী উদ্যোক্তা মিলে শুরু করেন ইস্টান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড । যার স্বাধীনতা পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে রাখা হয় পূবালী ব্যাংক লিমিটেড এবং বর্তমানে পূবালী ব্যাংক পি এল সি নামে ব্যবসা পরিচালনা করছে। ৮ শ এর কাছাকাছি শাখা ও উপশাখার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা দিয়ে আসছে পূবালী ব্যাংক পিএলসি। বাঁশখালীতে ১৯৭৩ সালে পূবালী ব্যাংক তাদের শাখা স্থাপন করে। অতিথিরা উক্ত ব্যাংকের উত্তর উত্তর সফলতা কামনা করেন।