নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার পেকুয়া পূর্ব মেহেরনামা (বাগ্গুজারা) গ্রামের ১ কিলোমিটার মতো একটি সড়ক পেকুয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কারা নির্যাতিত নেতা আহছান উল্লাহ এর নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে মেরামত করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়কটিতে হাঁটাচলায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল। এলাকাবাসীর কষ্ট দেখে আহছান উল্লাহ বিএনপি পরিবারের সকলকে নিয়ে প্রায় লক্ষ টাকা খরচ করে সড়কটি মেরামত করে দেন।সড়ক মেরামতে আহসানুল্লাহ সহ বিএনপি পরিবারের অন্যান্য সদস্যদেরকেও কাজ করতে দেখা গেছে। এর আগেও তাঁকে বিএনপি পরিবারকে নিয়ে দুর্যোগ মুহূর্তে বেড়িবাঁধ মেরামত করতেও দেখা গিয়েছে। তাঁর এমন মহৎ কাজে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় বেশ প্রশংসা কুড়াচ্ছে। এ সম্পর্কে আহছান উল্লাহ আমাদেরকে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে গুমের শিকার বিএনপি স্থায়ী কমিটির সদস্য, চকরিয়া-পেকুয়ার আস্থার প্রতীক সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এর শিক্ষা ও নির্দেশনা হচ্ছে সবসময় মানুষের পাশে দাঁড়ানো এবং সেবা করা। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় সড়কটি মেরামত হওয়ায় তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে। এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।