বিশেষ সংবাদদাতাঃ মোঃ শহিদুল ইসলাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নভেম্বর/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা আজ অনুষ্ঠিত হয়। সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম-এর সভাপতিত্বে সভায় তিনি কঠোর ও স্পষ্ট ভাষায় জানান— পুলিশের পেশাদারিত্ব নিশ্চিত করতে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্ববোধে কোনো ধরনের শৈথিল্য চলবে না।
কমিশনারের কঠোর বার্তা:"পুলিশের প্রতিটি সদস্য রাষ্ট্রের নিরাপত্তার অগ্রসেনানী। শপথ ও দায়িত্ব পালনে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না।"কমিশনার পুলিশ সদস্যদের সমস্যা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন। দীর্ঘদিনের দায়িত্ব পালন শেষে পিআরএল
-এ গমনকারী পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান-কে সিএমপি কমিশনার বিদায়ী শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
"যোগ্যতার স্বীকৃতি কখনোই বৃথা যায় না।"পদোন্নতিপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা:সভায় অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত যেসব কর্মকর্তা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য: অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার, বিপিএম* উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ* উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া* উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম* উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) হাবিবুর রহমান প্রাং* উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম* উপ-পুলিশ কমিশনার (ইনসার্ভিস-ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া
সিএমপি কমিশনারের বার্তা স্পষ্ট— চট্টগ্রাম মহানগর পুলিশ এখন দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন পথে হাঁটতে প্রস্তুত।