মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি গ্রোসারি সুপারশপ 'লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট'। প্রবাসী বাংলাদেশি ও এশিয়ার দেশগুলোর কর্মরত প্রবাসীদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করার লক্ষে যাত্রা শুরু করলো এই সুপারশপ এই সুপারশপে পাওয়া যাবে তাজা সবজি, চাল, ডাল, মসলা, বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, মাছ ও শতভাগ হালাল গোশত—যা প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য ক্রেতাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
অনুষ্ঠানে ফিতা কেটে সুপারশপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে সম্মিলিতভাবে বিশেষ দোয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, 'লিটল এশিয়া গ্রোসারি শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি একটি সেবামূলক উদ্যোগ। পোল্যান্ডের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিদের কাছে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে এই প্রতিষ্ঠান। এর মাধ্যমে বাংলাদেশের পণ্যের একটি বড় বাজার সৃষ্টি হচ্ছে এবং একই সঙ্গে পোল্যান্ডের সাধারণ মানুষের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও পরিচিতি তুলে ধরা সম্ভব হচ্ছে'।
তিনি লিটল এশিয়া গ্রোসারির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব বিশ্বজিৎ দেবনাথ, দূতাবাসের কর্মকর্তা সুভাষ, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য এবং পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যবসায়ী ও কর্মরত প্রবাসীরা।
প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অতিথিরা আশা প্রকাশ করেন, লিটল এশিয়া গ্রোসারি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে সেবা প্রদান করবে।