প্রেস বিজ্ঞপ্তি
রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের অন্তর্গত ধর্মগ্রাম পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের নবরুপকার , কর্মবীর প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথের এর নামে প্রজ্ঞানন্দ স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে ।
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এই পাঠাগার শুক্রবার বিকেলে এই উদ্বোধন অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ-উপকমিটির চেয়ারম্যান ধর্মদূত ভদন্ত সোবিতানন্দ মহাথের , আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যান তহবিলের সভাপতি ভদন্ত অরুনানন্দ মহাথের, খৈয়াখালী ধম্মাবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত উ পঞ্ঞা চক্ক মহাথের,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ভদন্ত সংঘানন্দ মহাথের , বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক ভদন্ত পূর্নানন্দ মহাথের, বান্দরবান ক্যামলং জাদির অধ্যক্ষ ভদন্ত মহা পাঞ্ঞা মহাথের, আবুরখীল পন্ডিত ধর্মরাজ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মদর্শন থের, পূর্বআবুরখীল তালুকদারপাড়া শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের, আবুরখীল গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মশ্রী থের ।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সংসদের উপদেষ্টা ও সাবেক সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন কুমার বড়ুয়া, শান্তিময় বিহারের কার্যকরী সভাপতি আনন্দ প্রসাদ বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি স্বপন বড়ুয়া নটু, সাবেক সভাপতি শিক্ষক সুশীল বড়ুয়া, সাবেক সভাপতি সাংবাদিক রতন বড়ুয়া,বর্তমান সভাপতি অপু বড়ুয়া, সাধারন সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়া, সহ-সভাপতি বিরু বড়ুয়া, সংগঠক রাজু বড়ুয়া, সংগঠনের কর্মকর্তা পিকলু বড়ুয়া, রিমেল বড়ুয়া,হিমেল বড়ুয়া,অনিক বড়ুয়া পুলিশ সদস্য , পুলিশ সদস্য টুটুল বড়ুয়া ,শৈশব বড়ুয়া সাগর,পুলক বড়ুয়া, রুপস বড়ুয়া ,স্বাগত বড়ুয়া,উজ্বল বড়ুয়া,রিমন বড়ুয়া, হৃদয় বড়ুয়া প্রমুখ ।