প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয় প্রীতি সম্মিলন ও আনন্দ আড্ডা।
পটিয়ার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলো কথামালা ও শুভেচ্ছা জ্ঞাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা, স্মারক প্রদান ও আপ্যায়ন।
২৩ আগস্ট বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পটিয়ার সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের অংশগ্রহণ এই আয়োজনকে মনোমুগ্ধকর ও প্রাঞ্জল করে তোলে।
প্রত্যয়ের সদস্য নীহারিকা পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে প্রত্যয় ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পা দিয়েছে। সে জন্য প্রত্যয়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সৃজনশীল ও আলোকিত নেতৃত্ব তৈরির লক্ষ্যে সাংস্কৃতিক চর্চার বার্তা নিয়ে প্রত্যয় সামনের দিকে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানান সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের সভাপতি অধ্যাপক অজিত মিত্র, পটিয়া শিল্পী পরিষদের সভাপতি অনুপম বড়ুয়া, গীতিকার ও সঙ্গীত শিল্পী এস এম ফরিদুল হক, প্রত্যয়ের নির্বাহী সদস্য এস এম হারুন রশীদ, সপ্তক সঙ্গীত বিদ্যাপীটের অধ্যক্ষ অপু চন্দ্র দে, তবলা প্রশিক্ষক মেঘনাথ দে, গিটারিস্ট সমির দাশ অপু, চারু শিল্পী পরিবারের আহবায়ক চিত্রশিল্পী হামেদ হাসান, ক্যানভাস পাপেট থিয়েটার এর পরিচালক কামরুল ইসলাম, চিত্রণ স্কুল অব আর্ট এর পরিচালক চিত্রশিল্পী টিকলু দে, কুসুম কলি আর্ট স্কুলের পরিচালক রাজন দে, এস পি এন সাংস্কৃতিক একাডেমির পরিচালক আকাশ দাশ, রঙ্গিন ঘুড়ি সাংস্কৃতিক একাডেমির পরিচালক শাহ আলম রুবেল, ছবিঘর আর্ট স্কুলের পরিচালক ফাহিদুর রহমান ফয়সাল, এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক ৩ এর সেক্রেটারি এপেক্সিয়ান আরিফ খান, সঙ্গীত শিল্পী প্রমোদ দাশ, তপা গুহ, ফেরদৌস হালী, সিফাত আমিরী, শারমিন চৌধুরী, শিবু মল্লিক, গীতিকার সাইফুল ইসলাম সোহেল, প্রত্যয়ের সিনিয়র সদস্য এরশাদ হোসাইন, এমরান হোসেন রাসেল, নৃত্য শিল্পী প্রাচী চৌধুরী, হৈমন্তী দে, চিত্র শিল্পী নজরুল ইসলাম, জয়া দাশ, তবলা প্রশিক্ষক নিতাই পদ নাথ প্রমুখ। অনুষ্ঠানের ফাঁকে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন প্রত্যয়ের শিক্ষার্থীরা। সেই সাথে ক্ষুদে শিল্পী রঙ্গীন এর গান সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে আগত অতিথি ও শিল্পীদের প্রত্যয়ের ১৫ বছর পূর্তির শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।