মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
জমজমাট আয়োজনে শেষ হয়েছে ফ্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ কল্পলোক শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪। বুধবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম কল্পলোক আবাসিক এলাকার অস্থায়ী প্লট মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা, সাবেক যুগ্ম আহবায়ক,ফরিদ মাহমুদ,চট্টগ্রাম মহানগর যুবলীগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম সেলিম এবং ফেরদৌস ওয়াহিদ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ইঞ্জিনিয়ার হোসাইন মুরাদ।
উদ্বোধন করেন প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আমজাদ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা, সাবেক যুগ্ম আহবায়ক,ফরিদ মাহমুদ বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে,তিনি আরো বলেন অত্র কল্পলোক আবাসিক এলাকার একটি খেলাধুলার জন্য স্থায়ী মাঠ পার্কের প্রয়োজন।অত্র কল্পলোক আবাসিক এলাকার প্লট মালিক কল্যাণ সমিতি ও বিভিন্ন প্লট মালিকদের তিনি এ বিষয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, অংক দৌড় ,রিলে দৌড়,চামচ দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়