নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক সৈয়দ মো. মাসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ৩০ জুলাই রাত ১০টা ৩০ মিনিটের সময় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত কয়েকদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভূগছিলেন। আজ হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সৈয়দ মো. মাসুদ ছিলেন একজন সৎ ও ন্যায় পরায়ন সাংবাদিক ও শিক্ষানুরাগী। তিনি দীর্ঘ সময় ফটিকছড়ির গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ ও ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজে অধ্যাপনা করেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply