
ফুলের হাসি স্কুল শিক্ষার বিনিময়ে খাদ্য (শি.বি.খা)
এর উদ্যোগে বয়স্কদের ত্রিমাসিক পরীক্ষার ফলাফল, আলোচনা সভা, পুরষ্কার ও শীতবস্ত্র বিতরণ গত ২ জানুয়ারী সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলের হাসি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়, মুন ওয়েল ফেয়ার এসোসিয়েশন ও হোপ রাইজ স্কুলের পরিচালক ফয়সাল মুন, মিডিয়া ব্যাক্তিত্ব কারু কৃষাণ, ফুলের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক, মো. কামাল, নয়ন খান
স্কুলের শিক্ষক সাবরিনা আফরোজা , মিম প্রমুখ।
যার নাই শিক্ষা, তার নাই রক্ষা।
সৎ পথে চলবো, সুন্দর জীবন গড়বো এ শিরোনামকে ধারণ করে ফুলের হাসি স্কুলের মাধ্যমে শিশু থেকে বৃদ্ধ, ধনী, গরীব সবার জন্য উন্মুক্ত। নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে ফুলের হাসি স্কুল। ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় বলেন
চাইলে আপনিও একদিন এসে এদের ক্লাস নিতে পারেন, এদের পাশে দাড়াতে পারেন।আর এভাবেই আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে পারি।সভা শেষে পরীক্ষায় উত্তীর্ণ ৪৬ জন শিক্ষার্থীকে পুরষ্কার ও শীতবস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply