আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী উচ্চ বিদ্যালয় ও বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক সমাজ ও বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বটতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হারেছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মো. হাজী নিজাম উদ্দিন বাবু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রাঙ্গামাটি সদর পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম।
এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্টেপ হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ মো. ইউনুছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বদিউল আলম, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন।
এসময় দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন, “বর্তমান যুগে শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে তাদের জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ।” বক্তারা আরো বলেন, গ্রামীণ পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বিদ্যালয় ও অভিভাবকদের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকেও শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখতে হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও মনোযোগী হয়ে পড়াশোনায় অগ্রসর হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে অতিথিরা ক্রীড়া, সাংস্কৃতিক ও বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply