প্রেস বিজ্ঞপ্তি :
চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার নবীণ বরণ অনুষ্ঠান ৭ জানুয়ারি ২০২৬ (বুধবার) সকাল ১১টায় মাদ্রাসা ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকীর সভাপতিত্বে ও মাস্টার শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শিক্ষা চিন্তক ও ইসলামী গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের সহ-সভাপতি ও একাডেমিক এডভাইজার আল্লামা এনামুল হক সিরাজ মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিরেক্টর ড. মাওলানা মুহাম্মদ মোজাফফর নদভী, শিক্ষা পরিচালক
মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাস্টার যাইনুল মোস্তফা, মাওলানা ইমতিয়াজ হোসাইন, মাওলানা খোবাইব নূর,
হাফেজ মাওলানা শামিমুল হক আদিল, আনোয়ার হোসেন, শোয়াইব উল্লাহ, মিসেস আসমাউল হুসনা, মিসেস আছফিয়া সোলতানা, মিসেস তাসনিম নুরুল রণি, মিসেস মরিয়ম আক্তার প্রমুখ।
ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষকগণ শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় পর্বে অংশ নেন এবং শিক্ষা জীবনে শৃঙ্খলা, নিয়মনীতি, পড়াশোনার লক্ষ্য ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও বক্তারা নবাগত শিক্ষার্থীদের জন্য এ আয়োজন অত্যন্ত কার্যকর ছিল বলে জানান। পরিশেষে দু'আ-মোনাজাত ও নাস্তা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।