নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী ঘাসিয়ার পাড়া মডেল কমিটির ব্যবস্থাপনায় ৩দিন ব্যাপী মহল্লা উৎসব ও সাধারণ সভা ২০২৬ জমকালো আয়োজনে নানা সেশনে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুসম্পন্ন হয়েছে। মহল্লা কমিটি’র ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. এ নাছের এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চীফ লিগ্যাল এইড অফিসার ও চট্টগ্রাম জেলা জজ আদালতের মাননীয় বিচারক সুব্রত দাশ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন মা ও শিশু হাসপাতাল এর ট্রেজারার ড. মোঃ সানাউল্লাহ, এটিএন বাংলা এর বুর্যো চীফ ও হেড অব নিউজ চট্টগ্রাম এস.এম আকাশ, চকবাজার থানা বিট-১২ দায়িত্বরত কর্মকর্তা এসআই নুরুল আলম ও এসআই সাইফুল ইসলাম,বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন, সিটিজেন ফোরাম চকবাজার থানার সদস্য সচিব আব্দুল হান্নান , মহল্লা কমিটি উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে হাজী আমিনুর রহমান সওঃ,আব্দুল শুক্কুর,হাজী আসহাব উদ্দিন, মসিউদৌলা জাহাঙ্গীর।
বক্তব্য রাখেন মহল্লা কমিটির সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান , সহ-সভাপতি মোঃ ইসকান্দার, সহ-সভাপতি সিকান্দর মেহেদী, সহ-সভাপতি মোঃ আকতার হোসেন ,গাউছিয়া কমিটি ঘাসিয়ার ইউনিট শাখার সাধারণ সম্পাদক মুসলিম আলী,ঘাসিয়ার পাড়া যুব সংঘের আহবায়ক বেলাল হোসেন প্রমূখ । প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির বিভিন্ন সমাজসেবা মূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সামাজিক বিরোধ নিষ্পত্তিকল্পে জনসাধারণকে সামাজিকভাবে আপোষ মিমাংসার উপর গুরুত্বারোপ করার আহবান জানান। এতে আরো উপস্থিত ছিলেন কামরুল হুদা,বেলাল উদ্দিন, মৌলভী মোঃ ইলিয়াছ,শওকত আলী,মাশুক এলাহী, জাহেদুর রহমান বাহাদুর, আলতাফ হোসেন,সাইদুল ইসলাম,সিরাজুল ইসলাম,আমিনুল হক,এনামুল হক,সাজ্জাদ হোসেন লাভলু,জানে আলম,আনোয়ার আলম, মোরশেদুল আলম,শামসুল আলম,আইয়ুব আলী,ছালে আহমদ, মোঃ সেলিম, সরফরাজ নেওয়াজ,সুলতান আহমেদ,নাছির উদ্দিন,আব্দুর রহমান।
সাধারণ সভা-২০২৬ এর ২য় অধিবেশনে মহল্লা কমিটি’র বিগত ৬বছরের কার্যক্রমের সাফল্য ও ব্যর্থতা উপর ২১ সাধারণ সদস্য মতামত তুলে ধরেন ।পরবর্তীতে
স্ব স্ব উপকমিটির আহ্বায়ক ও সদস্য সচিব-কে নিয়ে গঠনতন্ত্র সংশোধন বিল-২০২৬, বিগত বছরের হিসাব সংক্রান্ত অর্থ বিল -২০২৬, ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট,সাংগঠনিক রিপোর্ট সাধারণ সদস্যদের নিয়ে গঠিত অধিবেশন উত্থাপন করেন এবং সেগুলো সদস্যদের কন্ঠভোটে পাস হয়। অধিবেশনে আগামী এপ্রিল-২০২৬ এ অনুষ্ঠিতব্য মহল্লা কমিটি’র সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য হাজী আসহাব উদ্দিন ও আজিজুর রহমান-কে নিয়ে সর্ব সম্মতিক্রমে ৩সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
পরবর্তীতে মহল্লার প্রয়াত মুরব্বি ও মহল্লা কমিটির প্রয়াত কর্মকর্তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও জেয়াফতের আয়োজন করা হয় ।দোয়া মাহফিল মাহফিল পরিচালনা করেন হাজী আরবান আলী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ গোলাম সোবহান শাহ ।