বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃতি সন্তান, আলোকিত মানুষ গড়ার কারিগর, প্রিয় মুখ সাপ্তাহিক বহমান বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, বরেণ্য শিক্ষাবিদ মোহাম্মদ জিয়াউর রহমান (৯৭) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ জোহর সীতাকুণ্ড উপজেলার শিবপুর বায়তুল মা' মুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
মরহুম জিয়াউর রহমান কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় ও মছজিদ্দা লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখেন। তাঁর হাতে গড়া শত শত ছাত্রছাত্রী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
বিশ বছর আগে প্রতিষ্ঠিত সাপ্তাহিক বহমান বাংলা পত্রিকাটি তাঁর হাত ধরেই যাত্রা শুরু করে। তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না—ছিলেন সমাজসেবক, আলোকিত চিন্তার মানুষ, মানবিক কাজের অনুরাগী। শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে, সমাজ গঠনে নিবেদিত থেকে তিনি হয়ে উঠেছিলেন এক প্রজন্মের প্রেরণার বাতিঘর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তাঁর যোগ্য উত্তরসূরিদের মধ্যে রয়েছেন বহমান বাংলা পত্রিকার প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ড. মনোয়ার সাগর, সম্পাদক মো. আতাউল হাকিম আরিফ এবং মাতৃভূমি সামাজিক সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিলসহ আরও অনেকে, যারা তাঁর নীতি, মূল্যবোধ ও আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
সীতাকুণ্ডবাসী হারালেন এক গুণী শিক্ষাবিদ, জ্ঞানসাধক, নীতিবান ও সজ্জন মানুষকে—যার প্রজ্ঞা ও মানবিকতা আজও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
মরহুমের মৃত্যুতে সাপ্তাহিক বহমান বাংলা
পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে আন্তরিক সমবেদনা।
মহান আল্লাহ তায়ালা তাঁর সকল জানা-অজানা গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন—এই প্রার্থনা জানিয়েছেন সবাই। আল্লাহ পাক উনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।