বিনোদন ডেস্কঃ
বাংলাদেশের সংস্কৃতিচর্চায় এক অনন্য নাম আফরোজা চৌধুরী দিনা । তিনি একাধারে সংস্কৃতি জন, মিডিয়া ব্যক্তিত্ব, আবৃত্তিকার, অনুষ্ঠান উপস্থাপক, চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাতা, প্রশিক্ষক, সমাজসেবক এবং লেখিকা। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী দীর্ঘদিন ধরে তাঁর সৃষ্টিশীল কাজের মাধ্যমে দর্শক, শ্রোতা ও সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করে চলেছেন।
চট্টগ্রামে বসবাসকারী দিনা বেড়ে উঠেছেন প্রকৃতির অপরূপ লীলাভূমি রাঙামাটিতে। শৈশব থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ তাঁকে নৃত্য, সংগীত ও আবৃত্তির জগতে টেনে আনে। ছোটবেলা থেকেই নিয়মিত নৃত্যের চর্চা করলেও পরবর্তীতে তিনি আবৃত্তি ও উপস্থাপনায় নিজেকে নিবেদিত করেন।
বাংলাদেশের মিডিয়ায় আফরোজা চৌধুরী দিনা একাধারে সৃষ্টিশীল অনুষ্ঠান নির্মাতা ও দক্ষ উপস্থাপক। শিশুদের নিয়ে তাঁর নির্মিত অনুষ্ঠান সর্বমহলে ব্যাপক সমাদৃত। বিশেষভাবে উল্লেখযোগ্য তাঁর প্রতিবন্ধী শিশু ও মানুষের জীবনকে ঘিরে নির্মিত প্রায় শতাধিক অনুষ্ঠান, যা টেলিভিশনে অত্যন্ত যত্ন সহকারে উপস্থাপিত হয়েছে।
সংগীত জগতেও তাঁর বিচরণ প্রশংসিত। আধ্যাত্মিক, লোক, আধুনিক ও দেশাত্মবোধক সংগীতের পাশাপাশি সংগীতের বিভিন্ন ধারা তিনি টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্রের মাধ্যমে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। চট্টগ্রামসহ বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান, বরেণ্য ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান ও পর্যটন কেন্দ্র নিয়ে তাঁর অসংখ্য তথ্যচিত্র দেশি-বিদেশি দর্শকদের কাছে সমাদৃত হয়েছে।
২০২০ সালে প্রকাশিত তাঁর গল্পগ্রন্থ ‘ছায়াসঙ্গী’ পাঠকমহলে প্রশংসিত হয়। এছাড়া তিনি নির্মাণ করেছেন ‘জীবন’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তিনি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন।
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত অনুষ্ঠান ঘোষণা ও উপস্থাপনার মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন। ভিজ্যুয়াল মিডিয়ায় তিনি কিছুদিন মডেল হিসেবেও কাজ করেছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে মঞ্চে তাঁর প্রাণবন্ত উপস্থিতি সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
শুধু নিজেই সক্রিয় নন, নতুন প্রজন্মকে সংস্কৃতির আলোয় উদ্ভাসিত করার জন্য তিনি প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। ভিজ্যুয়াল মিডিয়া ও মঞ্চে নতুন কর্মী তৈরি করা তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য তিনি প্রশিক্ষক হিসেবেও সক্রিয় রয়েছেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ তাঁকে একজন মানবিক মানুষ হিসেবে আলোচনায় এনেছে।
আফরোজা চৌধুরী দিনা শুধু একজন শিল্পী নন, তিনি সমাজ ও সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ একজন কর্মী। বহুমুখী প্রতিভার অধিকারী এই সংস্কৃতিজন বাংলাদেশের শিল্প-সংস্কৃতিকে যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি মানবিক কর্মকাণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে। বহুমুখী প্রতিভা, সৃজনশীলতা ও মানবিকতার সমন্বয়ে আফরোজা চৌধুরী দিনা আজ বাংলাদেশের সংস্কৃতির এক উজ্জ্বল নাম। আবৃত্তি, উপস্থাপনা, চলচ্চিত্র, তথ্যচিত্র কিংবা সাহিত্য—প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখেছেন শক্তিশালী উপস্থিতি। তাঁর কাজ ও অবদান আগামী প্রজন্মের কাছে নিঃসন্দেহে প্রেরণার উৎস হয়ে থাকবে।