বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসে তারেক রহমান-এর বক্তব্যের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও চট্টগ্রাম জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বাকশিস চট্টগ্রাম জেলা আহবায়ক উপাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম রাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ, সম্মানিত অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএসএম আমানুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা মোঃ খলিলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী এফসিএ বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের অন্যতম কারিগর। শিক্ষকদের দাবি দাওয়া আদায়ে সম্মিলিত প্রচেষ্টার অন্যতম সূঁতিকাগার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস যে ভূমিকা পালন করছে তা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক। শিক্ষকরা কর্মঠ জনগোষ্ঠী বিনির্মানের মূল কারিগর হিসেবে অবদান রেখে চলেছেন।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকের হোসেনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবু সুফিয়ান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক উপাধ্যক্ষ মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, যুগ্ম-আহবায়ক উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকশিস কক্সবাজার জেলা সভাপতি হোসাইনুল ইসলাম মাতবর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, উত্তর জেলা স্কুল শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম, শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নেতা জসিম উদ্দিন, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ আবু হেনা মোস্তাফা কামাল,