আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নস্থ ৪ নং ওয়ার্ড করলিয়ামুরা বটতলী বাজার মাঠে একদিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন করলিয়ামুরা বটতলী বাজার শ্রমিক সংগঠনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এই আয়োজন ফুটবলপ্রেমী এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ সৃষ্টি করে।
শনিবার (১০ মে) বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে করলিয়ামুরা বটতলী বাজার ফুটবল একাদশ বনাম বৈদ্য পাড়া ফুটবল একাদশ। ম্যাচটি শুরু থেকেই উত্তেজনায় ভরপুর ছিল। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত করলিয়ামুরা ফুটবল একাদশ বৈদ্য পাড়া ফুটবল একাদশকে হারিয়ে ৩ গোলে জয়লাভ করে।
প্রীতি ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রনেতা মো. শহিদুল ইসলাম সোহেল বলেন, "এই ধরনের খেলাধুলার মাধ্যমে এলাকায় সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। আমি সবসময় এমন উদ্যোগের পাশে আছি।"
নাইক্ষ্যংছড়ি উপজেলা গণমাধ্যম কর্মী সাংবাদিক আনোয়ার হোছাইন বলেন, "সাংবাদিক হিসেবে আমি বলব, এ ধরনের ইতিবাচক উদ্যোগ আরও ছড়িয়ে পড়া দরকার। মিডিয়া হিসেবে পাশে থাকব সবসময়।"
এ সময়, প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাইশারী ইউনিয়ন শাখার ৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, "যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সমাজ গঠনের হাতিয়ার। আয়োজকদের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।"
উল্লেখ্য, খেলাশেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো মাঠ জুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে, খেলাধুলা আজও মানুষের প্রাণের খোরাক।