আনোয়ার হোছাইন,
(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব এই কর্মসূচির উদ্বোধন করেন বাইশারী ইউনিয়নের ট্যাগ অফিসার মোঃ রফিকুল ইসলাম।
সোমবার (১৭ মার্চ) সকাল ১০ টায় বাইশারী বাজারের সারমন গ্রোসারি স্টোর এ কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার মোঃ রফিকুল ইসলাম, বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম (বান্ডু), বাংলাদেশ জামায়েত ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার আমীর মোহাম্মদ ছলিম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক আবদুল হামিদ, সাংবাদিক মোঃ শাহীন, সাংবাদিক আনোয়ার হোছাইন, সাংবাদিক জয়নাল আবেদীন (টুক্কু), বাইশারী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহেদ হোসেন রুবেল, খাদ্য ডিলার মোহাম্মদ নুরুল ইসলাম সহ অন্যান্যরা।
এ খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে প্রায় ১২০০ জন হত দরিদ্রদের মধ্যে প্রথম দিনে ৪, ৫, ৬, ৭, ৮, ও ৯ নং ওয়ার্ডের ১৩৩ জনকে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়, যার মোট মূল্য ৪৫০ টাকা।
এ সময় বাইশারী ইউনিয়নের ট্যাগ অফিসার রফিকুল ইসলাম বলেন, দরিদ্র ও নিন্ম আয়ের মানুষকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি ধরে চাল বিতরণ শুরু হলো। একজন ব্যক্তি প্রতিমাসে মাসে ৩০ কেজি চাল পাবে এ কর্মসূচির আওতায়। বাইশারী ইউনিয়নস্থ ৯ টি ওয়ার্ডে ১২০০ এর বেশি উপকার ভোগী ১৫ টাকা কেজি দরে চাউল কিনতে পারবেন। তিনি আরো বলেন, প্রথম প্রান্তিকে মার্চ-এপ্রিল এবং দ্বিতীয় প্রান্তিকে সেপ্টেম্বর-নভেম্বর মাস পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।
Leave a Reply