মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।
বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করে ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি।
শনিবার সন্ধ্যায় বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের ২নং দক্ষিন সাঁজুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আয়োজিত উঠান বৈঠকে গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বকুল সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেষ জাতীয়তাবাদী দলের বাগমারা উপজেলা শাখার সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কামাল হোসেন বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ গঠনের মহানায়ক, তাঁর নেতৃত্ব দেশের বহু দলীয় গণতন্ত্র সূচনা হয়েছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অসাধারণ ভূমিকা পালন করেছেন।
এছাড়াও তিনি আরও বলেন,শত জেল জুলুম সহ্য করেও বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকেছেন। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত যে ৩১ দফা বাস্তবায়নের জন্য বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উক্ত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা বিএনপি-র আহ্বায়ক কমিটির সদস্য শাহীন রেজা, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ইউসুফ আলী আহ্বায়ক কমিটির সদস্য বাগমারা উপজেলা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন,গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজেদুর রহমান সহ প্রমূখ।
Leave a Reply