আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌর ২নং ওয়ার্ড মুসলিম ব্লক এলাকার বাসিন্দা "পা ভেঙে গুরুতর অসুস্থ" ও অত্র সংগঠনের সাবেক সদস্য মোঃ আশিকুর রহমানের পাশে দাঁড়িয়েছে "মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম"।
বুধবার (২রা জুলাই) রাত সাড়ে ৯ ঘটিকায় "পা ভেঙে গুরুতর অসুস্থ মোঃ আশিকুর রহমানের" নিজ বাড়িতে গিয়ে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম এর ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন এলাকার জনগন হতে সাহায্য কৃত (১৩ হাজার টাকা) তার বাবা মোঃ খোরশেদ আলম ও ৩৩নং মারিশ্যা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ মোফাজ্জল হোসেনের হাতে তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের সাবেক সদস্য ও সহযোদ্ধা মোঃ সাইজ উদ্দিন সাজু, অত্র সংগঠনের বর্তমান সিনিয়র সদস্য মোঃ মাসুম রানা, ও জুনিয়র সদস্যদের মধ্যে মোঃ আরিফুল ইসলাম,মোঃ আব্দুল হালিম, মোঃ আসিফ ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় অত্র সংগঠনের বর্তমান সিনিয়র সদস্য মোঃ মাসুম রানা বলেন, "মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম" এর ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন এলাকার জনগন হতে সাহায্য কৃত এই সহায়তা প্রদান করা হলো। এবং আমাদের কালেকশনের কার্যক্রম চলমান রয়েছে। ইনশাআল্লাহ আমরা সামনে আরো সহায়তা প্রদান করবো। তিনি আরো বলেন, "মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম" সব-সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।”