আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকতা মোঃ নুর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মোঃ মোসাদ্দেক সরকার রাজন, উপজেলা সমাজসেবা কর্মকতা জয়াস চাকমা,মারিশ্যা ফরেস্ট বন বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।