বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটি বাঘাইছড়িতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় মুসলিম ব্লক মডেল মসজিদ সংলগ্ন ময়দানে "মরহুম আব্দুল লতিফ মুন্সি স্মৃতি সংসদ” এর উদ্যোগে বৃহত্তর মুসলিম ব্লক এলাকাবাসীর পক্ষ থেকে ২০২৫ খ্রিষ্টাব্দে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ বিতরণ করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মরহুম আব্দুল লতিফ মুন্সি স্মৃতি সংসদের সভাপতি মোঃ ওমর ফারুক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান।
এসময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা, বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মরহুম আব্দুল লতিফ মুন্সি স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কাচালং সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রাপ্ত গ্রেড: GPA-5 (A+) পেয়ে উত্তীর্ণ মোঃ আব্দুল্লাহিল মুক্তাদির। এবং অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন বাঘাইছড়ি বায়তুশ শরফ মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ সুলতান আহমেদ। এছাড়াও আরো বক্তব্য রাখেন কালাপাকুইজ্যা সেনামৈত্রি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সরদার আব্দুর রহিম, কাচালং দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেক, মুসলিম ব্লক ঈদগাঁ ও কেন্দ্রীয় কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন, আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল আজীম ও মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাবিব উল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আমাদের সবার জন্য গৌরবের। তোমরা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমাদের প্রত্যেকেই আমাদের গর্ব। তোমাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের ত্যাগের ফল আজকের এই সাফল্য। কিন্তু মনে রেখো—এটি কোনো যাত্রার শেষ নয়, বরং নতুন পথচলার শুরু। আগামী দিনে তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ, দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, এসএসসি পরীক্ষার এই ফলাফল তোমাদের পরিশ্রমের সাক্ষ্য বহন করে। তবে মনে রেখো, শুধু ভালো রেজাল্ট করলেই চলবে না, ভালো মানুষ হওয়াটাই আসল লক্ষ্য। শিক্ষক-অভিভাবকের প্রতি সম্মান, সততা ও মানবিক গুণাবলি চর্চা করলেই তোমরা প্রকৃত শিক্ষিত মানুষ হতে পারবে। জীবনে সফল হতে হলে সর্বদা শৃঙ্খলা, অধ্যবসায় ও দেশপ্রেম ধারণ করতে হবে।
আলোচনা সভার শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের হাতে আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মাননা ক্রেস্ট ও শিক্ষাপোকরণ তুলে দেন।