বাঘাইছড়ি প্রতিনিধি:
সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়িতেও বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মৌন মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
সমাপনী সংক্ষিপ্ত সমাবেশে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাঁজার সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশে বক্তারা ঐতিহাসিক জুলাই বিপ্লবে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা সবসময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই।
তারা আরও বলেন, যদি দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের রায় নিয়ে ক্ষমতায় ফিরে আসবে এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত বাংলাদেশ গড়ে তুলবে—যেখানে থাকবে বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমতের স্বাধীনতা।
বক্তারা জোর দিয়ে বলেন, ভবিষ্যতে যেন আর কেউ স্বৈরশাসক হয়ে দেশের উপর চেপে বসতে না পারে—সে লক্ষ্যে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে।