আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ৩২ নং বাঘাইছড়ি ও ৩৪ নং রুপকারী ইউনিয়নে ৩ শতাধিক পানি বন্দি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায় ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদে ২ শতাধিক ও দুপুর ২ ঘটিকায় ৩৪ নং রুপকারী ইউনিয়ন পরিষদের ১ শতাধিক পানি বন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।
এসময় উপস্থিত ছিলেন ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বাবু কংকন চাকমা ,৩৪নং রুপকারী ইউনিয়নের চেয়ারম্যান জ্যাসমিন চাকমা (ধনেশ্বর) সহ দুই ইউনিয়নের সদস্যবৃন্দ।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন—
“আমি আপনাদের পাশে আছি এবং সবসময় পাশে থাকবো। এই সামান্য ত্রাণ সামগ্রী আপনাদের হাতে তুলে দিলাম।সরকারি বরাদ্দ পাওয়া মাত্রই আবারও আপনাদের পাশে আসবো।” তিনি আরও জানান, আগামী ১২ অক্টোবর সরকারি উদ্যোগে টাইফয়েড টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তাই তিনি অভিভাবকদের অনুরোধ করেন, যেন সবাই তাদের সন্তানদের টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “বন্যার পানি সরে গেলে আপনারা অবশ্যই সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। আর কোনো অবস্থাতেই আপনার মেয়েদের বাল্যবিবাহ দেবেন না।”