আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা ২৭ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) এর দিকনির্দেশনায় উপজেলার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ২৭ বিজিবির সহকারী পরিচালক (এডি) মোঃ হাফিজুর রহমান। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত সেগুন কাঠের পরিমাণ মোট ৪৩৭ দশমিক ৪ ঘনফুট। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৫৪ হাজার ৮৪০ টাকা। জব্দকৃত কাঠের বিষয়ে নিয়মিত মামলা রুজু করে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ২৬ জানুয়ারি সোমবার সকাল ১১টায় স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে বিজিবি।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন,“সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ চোরাচালান ও বনজ সম্পদ পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”