আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটি বাঘাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় "হাত ধোয়ার নায়ক হোন"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয় শ্রেণি কক্ষে।
উক্ত আলোচনা সভায় কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রুশো খীশা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুর আলম, উপজেলা শিক্ষা অফিসার সঞ্চায়ন চাকমা, বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাঘাইছড়ির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন,
শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে হলে হাত ধোয়ার মতো ছোট্ট অভ্যাসগুলোকে গুরুত্ব দিতে হবে। শুধু বিশ্ব হাত ধোয়া দিবসেই নয়, প্রতিদিনের জীবনে আমরা যেন এই অভ্যাসটিকে বাস্তবায়ন করি — এটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।"
সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে নানা সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তারা শিশুদের হাত ধোয়ার অভ্যাস পরিবার ও সমাজে ছড়িয়ে দিতে আহ্বান জানান।
অনুষ্ঠানের পূর্বে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের হাতে কলমে সঠিকভাবে হাত ধোয়ার প্রদর্শনী করা হয়।