আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিনব কৌশলে বাঁশের ভেলার সাথে ঝুলিয়ে কাচালং নদী দিয়ে কাঠ পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৪ নভেম্বর) ভোর রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৬০০ ঘনফুট বিভিন্ন প্রজাতির ১৫ টুকরো গোল কাঠ জব্দ করে।
অভিযানটি পরিচালনা করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। এসময় উপস্থিত ছিলেন ২৭ বিজিবির সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান এবং মারিশ্যা বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম।
বিজিবি জানায়, জব্দকৃত কাঠের বাজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা।
মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “পাচার রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”