1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেতবুনিয়া ইউনিয়নের মনাইয়ের টেক এলাকায় সিএনজি চুরি; ৭দিন পেরিয়ে গেলেও হদিস মেলছেনা সংযুক্ত আরব আমিরাত ট্র্যাফিক দুর্ঘটনায় পুলিশ অফিসার আহত। চট্টগ্রাম প্রেসক্লাব থেকে ৪০ সাংবা‌দিক বহিস্কার। নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু জাফর! সীতাকুণ্ডে তেলবাহী ভাউচারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মৃত্যু রাঙ্গুনিয়া অধ্যায়ের ইতি, চট্টগ্রাম-৮ এ ফিরল পুরোনো পরিচয় বাঘাইছড়িতে মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্লাহ দেওয়ানের বদলি জনিত বিদায় সংবর্ধনা বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ ক্লাসরুমের দেয়ালে পোড়া স্মৃতি -শাহিদা জাহান ঋণ নিয়ে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ সহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাঘাইছড়িতে মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্লাহ দেওয়ানের বদলি জনিত বিদায় সংবর্ধনা

  • সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪২ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি
আনোয়ার হোসেন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালের প্রধান শিক্ষক মোঃ রহমত উল্লাহ দেওয়ানের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১জুলাই) সকাল সাড়ে ১১ঘটিকায় মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসহাক রনি’র সঞ্চলনায় অত্র বিদ্যালয়ের বর্তমান (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রোকেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মোঃ রহমত উল্লাহ দেওয়ান।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহ জালাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী তারা, সদস্য শাহিনুর আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, তিনি দীর্ঘ ১৬ বছর ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তার আন্তরিক প্রচেষ্টা ও দক্ষ ব্যবস্থাপনায় বিদ্যালয়ের একাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীদের ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছিল। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে তার দায়িত্বশীলতা প্রশংসিত হয়ে এসেছে বারবার। তার পেশাগত কর্মদক্ষতার প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।

এসময় রহমত উল্লাহ দেওয়ান বলেন, “এই বিদ্যালয় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ ১৬ বছরের প্রতিটি মুহূর্ত আমি শিক্ষার্থীদের মাঝে, সহকর্মীদের সঙ্গে কাটিয়েছি দায়িত্ব ও ভালোবাসা নিয়ে। আজ যখন বিদায় নিতে যাচ্ছি, মনে হচ্ছে পরিবারের একাংশ রেখে যাচ্ছি। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমি চিরকাল স্মরণ করবো। নতুন কর্মস্থলেও আমি যেন এভাবে সবার হৃদয়ে স্থান করে নিতে পারি সেই দোয়া চাই।”

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোকেয়া বেগম। তিনি ইতিপূর্বে সহকারী শিক্ষক হিসেবে তার কর্মজীবনে সততা ও একাগ্রতার প্রমাণ রেখেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ধরে রাখার পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পাঠদান কার্যক্রম আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। আগের প্রধান শিক্ষকের মতো আমিও চেষ্টা করবো বিদ্যালয়ের মানোন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করতে।”

এদিখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষকের প্রতি আবেগ অনুভূতির প্রকাশ করে বলেন, ‘আজকের পর থেকে স্যারকে আর স্কুলে দেখবো না। তিনি সব-সময় আমাদের মনে থাকবেন, স্যারকে আমরা মিস করবো। স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। স্যার আমাদের আদর যত্ন করে পড়ালেখা করাতেন।’

পরিশেষে বদলি জনিত বিদায়ী প্রধান শিক্ষক রহমত উল্লাহ দেওয়ানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষক-শিক্ষাথীবৃন্দ। পরে বিদ্যালয়ের মাঠ থেকে গেইট পর্যন্ত দু’পাশে সারি সারি লাইন ধরে বিদায় জানান শিক্ষার্থীবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট