আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) উপ-শাখা, মারিশ্যা (২৭ বিজিবি)’র উদ্যোগে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১১ জানুয়ারি) মারিশ্যা জোন (২৭ বিজিবি)’র আওতাধীন বাঘাইছড়ি উপজেলার মধ্যমপাড়া, পশ্চিম মুসলিম ব্লক, তুলাবান, কাচালং বাজার, বাবুপাড়া ও বাঘাইছড়ি মুখ এলাকায় ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন উপ-শাখা সীপকস, মারিশ্যা’র সাধারণ সম্পাদিকা ফারজানা ইসলাম।
এ সময় সাধারণ সম্পাদিকা ফারজানা ইসলাম বলেন, “তীব্র শীতের কারণে যেন সাধারণ মানুষ কষ্টে না থাকে, সে লক্ষ্যেই সীমান্ত পরিবার কল্যাণ সমিতি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সীপকসের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-শাখা সীপকস, মারিশ্যা’র কোষাধ্যক্ষা জারিন তাসনিম মিম, সদস্যা হৈমন্তী দত্ত, মোছাঃ নাসরিন, সমন্বয়কারী অফিসার মেজর এম শাহিনুর রহমান এবং অন্যান্য বিজিবি সদস্যবৃন্দ।
স্থানীয় জনগণ সীমান্ত পরিবার কল্যাণ সমিতির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।