আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ বেঙ্গল বাঘাইহাট জোনের উদ্যোগে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজারে দীর্ঘ দুই বছর পর আবারো সচল হয়েছে বিশুদ্ধ পানির সরবরাহ ব্যবস্থা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পানি সরবরাহ সুবিধাটি পুনরায় কার্যকর হয়ে ওঠে।
পাহাড়ি অঞ্চলে শুষ্ক মৌসুমে ঝিরি–ঝর্ণা শুকিয়ে যাওয়ায় এবং নলকূপে পানি না থাকায় মাচালংসহ পার্শ্ববর্তী এলাকায় প্রতিবছরই দেখা দেয় তীব্র পানি সংকট। স্থানীয়দের এই ভোগান্তি দূর করতে বাঘাইহাট জোনের উদ্যোগে পরিত্যক্ত পানি সরবরাহ পয়েন্টটি সংস্কার করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়েছে। এতে উপকৃত হবেন স্থানীয় জনগণ ও সাজেকগামী পর্যটকেরা।
“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও নিরাপত্তামূলক নানা কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় পাহাড়ি ও বাঙালি বাসিন্দাদের পাশাপাশি সাজেকগামী পর্যটকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জানা যায়—সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ তাদের আস্থাকে আরও দৃঢ় করেছে। মৌলিক সেবা হিসেবে বিশুদ্ধ পানি সহজলভ্য হওয়ায় মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরেছে।
পরে মাচালং বাজার এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে সেনাবাহিনী।