বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় হতদরিদ্র পাহাড়ি ও বাঙালি শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে এ চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)-এর দিকনির্দেশনায় বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা কার্যক্রম চলাকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) নিজে সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমানসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের জেসিও ও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা ২৭ বিজিবির এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা হতদরিদ্র মানুষের জন্য অত্যন্ত সহায়ক।