আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লংথিয়ান পাড়ায় বসবাসরত দুইজন পাহাড়ি হতদরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (০৮ ডিসেম্বর) সকাল ১১টায় বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন সদরে এ সহায়তা প্রদান করা হয়। ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আব্দুল আউয়াল চিকিৎসা সহায়তা বাবদ এ আর্থিক অনুদান তুলে দেন।
সহায়তা গ্রহণকারী পরিবারগুলো হলো— সাজেক ইউনিয়নের দুর্গম লংথিয়ান এলাকার বাসিন্দা নলেন কান্তি ত্রিপুরা এবং জামপাড়ার বিকাশ ত্রিপুরার স্ত্রী।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দুর্গম ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়াচ্ছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।