আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ—২য় পর্যায়” প্রকল্পের আওতায় ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪ টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সাথে একযোগে বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু,উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, বাঘাইছড়ি উপজেলা শাখার জামাতের আমির মাওলানা কবির আহাম্মদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে এবং এই লক্ষ্যে কাজ চলছে। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা সম্ভব।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ'কে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর দৃষ্টি নন্দন স্টেডিয়াম পেয়ে বাঘাইছড়ি উপজেলা বাসী খুবই আনন্দিত খুব শীঘ্রই সকলের অংশ গ্রহনে একটি টূর্নামেন্ট আয়োজন করা হবে।