বান্দরবান প্রতিনিধি:
এপেক্স ক্লাব অব বান্দরবান-এর অতীত সভাপতি এপেক্সিয়ান মেলিপ্রু মারমা’র স্বামী এবং এপেক্স ক্লাব অব নীলাচল-এর অতীত সভাপতি এপেক্সিয়ান উখিংমে হিলি’র শ্রদ্ধেয় পিতা বাবু ক্যসৈচিং-এর প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছে এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৩। গতকাল রাত ১০:৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ (২৭ জানুয়ারি) প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এপেক্স পরিবারের পক্ষ থেকে তাঁর কফিনে পুষ্পমাল্য অর্পণ ও পারলৌকিক আত্মার সদগতি কামনায় বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শ্রদ্ধা জ্ঞাপনে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "বাবু ক্যসৈচিং ছিলেন একজন পরোপকারী ও নিবেদিতপ্রাণ মানুষ। তাঁর প্রয়াণে সমাজসেবার ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়।"
ডিস্ট্রিক্ট-৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান শোকবার্তায় বলেন, "বাবু ক্যসৈচিং-এর প্রয়াণে আমরা একজন অভিভাবককে হারালাম। এপেক্স পরিবার তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য শক্তি প্রার্থনা করছে।"
শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন অতীত ডিস্ট্রিক্ট গভর্নর এপেক্সিয়ান কামাল পাশা, এপেক্স ক্লাব অব বান্দরবানের ফার্স্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ মোজাম্মেল হক, সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর এপেক্সিয়ান মা সং সিং, সেবা পরিচালক এপেক্সিয়ান অং মে প্রু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান নিউ উইন এবং অতীত সভাপতি এপেক্সিয়ান মিলি প্রু।
এছাড়াও সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব সাঙ্গুর প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান বীরু লাল তনচঙ্গা, নীলাচল ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান উখিংমে হিলি এবং এপেক্স ক্লাব অব গ্রীন সিটির সভাপতি এপেক্সিয়ান অং চমং প্রমুখ।
পুষ্পমাল্য অর্পণ শেষে এপেক্স নেতৃবৃন্দ প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।