সুমন চৌধুরী
বান্দরবান সদর প্রতিনিধি
অনলাইনে যাকে দেখা যায় বান্দরবান এর সকলের প্রিয় মানবতার ফেরিওয়ালা হিসাবে সকলেই যাকে অন্তর থেকে দোয়া করে নাম তাঁর উম্মে হুমায়রা।তাঁর জন্ম স্হান বাংলাদেশের বান্দরবান জেলায়।তিনি মানবিক হুমায়রা নামে বেশ পরিচিতি লাভ করে আসছেন তাহার নিজের কর্ম যোগ্য দিয়ে ।ছোট বেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল পরিবার থেকে ঝরে পড়া মানসিকভাবে ভেঙে পড়া অসহায় মানুষের কল্যানে কাজ করা।তাঁর সেই পবিত্র স্বপ্ন তিনি পূরণ করে চলেছেন তার মানবিক কাজের মাধ্যমে ।বর্তমানে তিনি প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে অসহায় দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।তাঁর মানবিক কাজের মধ্যে রয়েছে মসজিদ মাদরাসায় সাহায্য সহযোগিতা,অসহায় মানুষকে অন্ন বস্ত্র বাসস্হান অর্থ সহায়তা,পরম মমতায় নিরন্ন মানুষকে খাবার দেয়া,পথ শিশুদের সাহায্য,ভারসাম্যহীন বা নিখোঁজ মানুষকে কিছু পারিবার তেকে চিটকে পড়া মানসিকভাবে ভেঙে পড়াদের পরিবারে ফিরিয়ে দিতে সহায়তার কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত ।তাঁর এসব মানবিক কাজ দেখে ভিডিও দেখে অনেকেই ভাল কাজে উৎসাহিত হচ্ছে।কথায় বলে
" সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ"
উম্মে হুমায়রার মত মানবিক মানুষই আমাদের বর্তমান সমাজে প্রয়োজন।এদের মত ভাল মনের অধিকারী মানুষ যত সমাজে বাড়বে আমাদের সমাজ জাতী দেশ সভ্যতা তত সুন্দর হবে।অনেকেই আছেন নানা রকম সমালোচনা করেন।সমালোচনা তারাই করে যাদের কোন যোগ্যতা সমাজের মানুষের মাঝে নাই,
কিন্তু মানুষের জন্য কাজ করেন এমন কয়জন আছে যারা মানবিক কাজের সাথে জড়িত তাঁদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা উচিত যাতে আরো বেশি বেশি কাজ করার অনুপ্রেরণা পায়।আমার অত্যন্ত প্রিয় বোন উম্মে হুমায়রা বান্দরবানের গর্ব এদেশের শ্রেষ্ঠ নারী তুমি এগিয়ে যাও বোন,দেশের ভাল মনের মানুষ গুলা আপনার সাথে আছে থাকবে ইনশাল্লাহ ।