সুমন চৌধুরী,
বান্দরবান সদর প্রতিনিধি
বান্দরবান পৌরসভা কর্তৃক আয়োজিত এসএসসি ও ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অদম্য মেধাবীদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার,
জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয় ও লে. কর্নেল মোহাম্মদ শাহাজাহান সিরাজ ভুঁইয়া, এমফিল, এইসি অধ্যক্ষ, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মহোদয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন আজকের দিনটি আনন্দ, ও গর্বের এবং প্রেরণার দিন। এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এই অদম্য মেধাবী শিক্ষার্থীরা শুধু নিজেদের পরিবারকেই নয়, পুরো বান্দরবান জেলার মুখ উজ্জ্বল করেছে আমি মনে করি। তোমাদের সাফল্যের পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং শিক্ষকদের দিক নির্দেশনা ও অভিভাবকদের দ্বায়িত্ব ও ভালোবাসা।
প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো-তোমাদের এই সাফল্য কেবল শুরু। এখন সামনে আরও বড় লক্ষ্য, আরও কঠিন চ্যালেঞ্জ। সত্য, সততা, শৃঙ্খলা এবং মানবিকতার মিশ্রণে নিজেদের গড়ে তুলতে হবে। প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি-যেখানেই যাও না কেন, দেশ ও মানুষের কল্যাণকে সর্বাগ্রে রাখতে হবে।
বাংলাদেশ পুলিশ সর্বদা তোমাদের নিরাপদ,সেবা সুস্থ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, যেন তোমরা নির্ভয়ে স্বপ্ন দেখতে ও তা বাস্তবায়ন করতে পারো।আজ তোমাদের এই কৃতিত্ব সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক-আর আমরা সবাই মিলে এগিয়ে যাই একটি জ্ঞান ভিত্তিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে।
এ-সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।