নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি যাত্রীবাহী ট্রেনের হুক ছিঁড়ে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বগি। এতে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন শতশত যাত্রী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত হুক লাগানো হয়।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়। সেখান থেকে ট্রেনটি ছেড়ে দেয়ার সময় হঠাৎ বিকট শব্দে ক ও খ বগির এরং ট ও ঠ বগির সংযোগের দুপ্রান্তে হুক ছিঁড়ে ভেঙে যায়। যে কারণে ট্রেনটি ঐখানেই দাঁড়িয়ে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই ঘন্টা পার হলেও ট্রেনটি এখন পর্যন্ত ছাড়া হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার সময় বিকল শব্দে ট্রেনের প্রথম ও শেষের দিকে বগির হুক ছিঁড়ে ভেঙে যায়। করতোয়া এক্সপ্রেস ট্রেনে নতুন হুক এনে মেরামতের পর ট্রেনটি ছাড়া হবে