১৬ ডিসেম্বর ২০২৫, মহান বিজয় দিবসের ৫৪তম উপলক্ষে কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশনের অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উদ্যোগে কার্যনির্বাহী কমিটির এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফেরদাউস আলম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।
সভায় সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ বাঙালী, অর্থ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন সুমন মাষ্টার, সদস্য আবু ছালেক মিয়াজী, আজীবন সদস্য আবু জাফর মামুন, আকতার হোসাইন, নাজমুল আলম, সহ সভাপতি মোঃ জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, শীমামা সুলতানা এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথমে, সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা শুরু হয়।
সভাপতি মোঃ ফেরদাউস আলম বলেন, "১৬ই ডিসেম্বর—মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করেছি। শহিদদের আত্মদান ও বীর মুক্তিযোদ্ধাদের সাহস আমাদের এই গৌরব এনে দিয়েছে। সকল শহিদের প্রতি শ্রদ্ধা ও মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!"
এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক, আত্ম-মানবতার সেবায় নিয়োজিত। তিনি সকলকে এসোসিয়েশন পরিবারের একজন গর্বিত সদস্য হতে আহ্বান জানান।