বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি এলাকায় বিশেষ অভিযানে ২ কার্টুন বিদেশী ORIS ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বুধবার (২০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে মারিশ্যা জোন থেকে জানানো হয়, সুবেদার মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেলে রাখা অবস্থায় এসব সিগারেট উদ্ধার করে।
পরে কার্টুন খুলে দেখা যায়, তাতে মোট ১,৯৪০ প্যাকেট বিদেশী ORIS সিগারেট রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৮ হাজার টাকা।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “চোরাচালান প্রতিরোধে আমরা নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছি। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”