"বিদায় বেলা"
মোহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব)
জন্ম সবার রিক্ত হস্তে দুনিয়া কেমন বাড়ি
শূণ্য হস্তে দিব পাড়ি মরার খাটে চড়ি।
ধন সম্পদের আছে বড়াই আছে টাকা কড়ি
অট্টলিকায় বসবাসে আছে দামী গাড়ি।
পেশী শক্তির বাহাদুরী- ছিল কিন্তুু বেশ
কবর দেশে যেতে হবে সকল নির্বিশেষ।
ধনী গরীবের হিসেব হবে একই নিক্তি করি
পার পাবে ঐ ব্যক্তি নেকের পাল্লায় ভারি।
দুনিয়ার সুখে মগ্ন ছিলাম আনন্দে কাটল দিন
এসে গেল বিদায় বেলা বেড়ে গেল ঋণ।
দুনিয়ার টানে হেলায় ফেলায় বেলা হল শেষ
মরণকালে স্মরণ হল যাব আপন দেশ।
ইবাদতে ঘাটতি থাকলে বাঁচার উপায় নাই
হিসাব নিকাশ দিতে হবে- যা করেছি তাই।
সঙ্গী সাথী বন্ধু বান্ধব কেউ হবে না সাথী
আপনজন ছিল যারা- কেউ দিবে না বাতি।
কবর দেশের খবর কেমন কারো জানা নাই
আযাব মোদের হবে কেমন-জানে বিধাতায়।
আপন জনের কান্নায় তখন বাঁচার উপায় নাই
আমলনামা করছিলেম যাহা- সঙ্গে যাবে তাই।
মাফ করো গো ওহে প্রভূ- সকল গুনাহগারে
রিক্ত হস্তে যখন যাব সবে পরপারে।
প্রতিষ্ঠাতা ও পরিচালক, মোজাদ্দেদীয়া দরবার শরীফ।