"বিদায় হজ্জের ভাষণ"
মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
দশম হিযরী জিলহজ্ব মাসে আরাফাতের ময়দানে
লক্ষাধিক সাহাবা ১০ তারিখে ছিল নবীজীর সনে।
আখেরি নবীর শেষ ভাষণ বিদায় হজ্জের দিনে
আর দেখা হবে না সেথায় বুঝেন সাহাবাগণে।
কুরআন সুন্নাহ্ মেনে চলার-ছিল তাঁর ওসিয়তবাণী
ক্বিয়ামত অবধি মূসলমানগণ মানবে কানে শুনি।
খিয়ানত করবেনা আমানত কারো রাসূলের আদেশ
এতিমদের হক্ব নষ্ট করবে না এটাও ছিল নির্দেশ।
দাস দাসীদের সাথে করবে না কেহ খারাপ আচরণ
শ্রমিকদের এবং নারীদের অধিকার করবে না হনন।
সাদা আর কালোর মধ্যে করা যাবে না কোন ভেদাভেদ
আরব অনারবের মাঝে অন্যায়ভাবে করবেনা সম্পর্কচ্ছেদ।
ন্যায় এবং ইনসাফের বিচার দ্বারা রাজ্যে করবে সুশাসন
ইসলামের কার্যভার রক্ষায় সততা হবে বিশেষ প্রয়োজন।
ইসলাম হল মুসলমানদের উপর আল্লাহর মনোনীত দ্বীন
নবী (সা:)-এঁর উপর নিয়ামত পূর্ণ করলেন রাব্বুল আলামিন।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার,শরীফ,মোজাদ্দেদপুর,জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।