মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধানঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীগের ইউনিয়ন সভাপতি ও রাজারহাট মহিলা কলেজের প্রভাষক এবং বাংলাদেশ
সাবেক পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ কর্মকারের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ।
ভুক্তভুগীরা জানায়, ভিয়েতনাম ও ক্রোয়েশিয়ার ভিসা দেয়ার নামে উপজেলার অর্ধশতাধিক বেকার যুবকের কাছ থেকে জন প্রতি ৪/৬ লাখ টাকা করে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়ে জাল ভিসা ও বিমানের জাল টিকিট দিয়ে পলাতক রয়েছেন উক্ত প্রতারক রবীন্দ্রনাথ কর্মকার । ভুক্তভোগী শ্রী আকাশ চন্দ্র (২৫) জানান দুই শতক ভিটেমাটি ছিল বিক্রি করে ও মায়ের সখের অলংকার তাও বিক্রি করে বিশ্বাস করে চেয়ারম্যান রবীর হাতে দিয়েছি আজ আমরা নিঃস্ব হয়ে গেছি।
বিমানবন্দর থেকে ফিরে আাসা মো: দুলু মিয়া (৩০) জানান ভিসা টিকিট সব জাল আমরা প্রতারনার শিকার হয়েছি।বিমানবন্দরের লোকজন এটা বুঝতে পেরে আমাদেরকে গ্রেফতার করেনি, তাকে দেয়া অধিকাংশ টাকাই লোন নেয়া এখন কিস্তির ভয়ে বাড়িতে থাকতে পারছিনা। আরেক ভুক্তভোগী জানান আমরা গরীব মানুষ খুব কষ্টের টাকা বিশাল স্বপ্ন দিখিয়েছিল তিনি। আরেক ভুক্তভোগী মজিদুল ইসলাম (২৫) জানান আমার পরিবারটাকে নিঃস্ব করে দিয়েছি এখন ভিক্ষা ছাড়া আর উপায় নাই। ভুক্তভোগী আইয়ুব আলী জানান আমার ঢাকায় কষ্ট করে সারা জীবনের ইনকাম সে হাতিয়ে নিয়েছে, ভুক্তভোগীদের কথা তিনি এখনো দেশেই আছে, একই অভিযোগ সবার এ বিষয়ে সাবেক চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকারের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি ১৭ জনের টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন এজেন্সি ভূয়া ভিসা ও টিকিট দিয়েছে আমি চেষ্টা করছি পুনরায় কাজ করার।
ইতিমধ্যেই সাধুরূপী অসাধু ব্যবসায়ী রবীন্দ্রনাথ অসংখ্য যুবসমাজকে সর্বস্বান্তকারী মেধা সন্ত্রাসী রবীর মুখোশ উন্মোচনের খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হয়েছে।
পত্রিকাগুলো হলো দৈনিক হালচাল, দৈনিক নওরোজ, উজ্জ্বল বাংলাদেশ, দৈনিক দিনের আলো, বাংলার গণজাগরণ ২৪, মানবাধিকার প্রতিদিন।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হাসান বলেন বিষয়টি জেনেছি, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।