কবিতাঃ
“বিমান বিধ্বস্ত, মূল্যবোধও বিধ্বস্ত — বাঙালির বিবেকের কালো চিত্র”
মুহাম্মদ আকতার উদদীন
আমার বাঙালি কি আর বদলায়?
বিমান ভেঙেছে আকাশ চিরে,
মাটি কেঁপেছে, প্রাণ গেছে নীরে।
আত্মা কাঁদে, চোখে জল নাই,
আমার বাঙালি কি আর বদলায়?
দোকানে পানি — দুই লিটার বোতল,
ছয়শো টাকার হাহাকার বিকল।
মানবতা হায়! পণ্যে রূপ নেয়,
কে বাঁচলো কে মরলো, কে-ই বা কেয়া?
এক কিলো রোড, হাজার টাকার ভাড়া,
দুর্যোগে সেও বানায় লাভের কারা।
আহত কিংবা লাশ বুকে তুলে —
না, বরং ভিডিও করে হেসে ফেলে।
স্কুলের ক্যান্টিন, দরজা এখন বন্ধ,
পানির জন্য লাইন, হাহাকার ছন্দ।
শিক্ষার্থীর কান্না ছুঁয়েও না যায়,
আমার বাঙালি কি আর বদলায়?
বাজারে চাহিদা, বিবেকে দর কষাকষি,
রক্ত ঝরে, মন নয় — টাকা হাসে খুশি।
মানুষ নয়, মোবাইল হয় সব চেয়ে আগে,
সাহায্যের চেয়ে ভিডিও পায় বেশি ভাগে।
বিষন্ন এই দিন, লজ্জার ইতিহাস,
আকাশে বিধ্বস্ত, মনেও সর্বনাশ।
আসলে, শুধু কি বিমান ভেঙে পড়ে?
ভেঙে যায় মানুষ — নৈতিকতায় মরে।
শেষ পঙক্তি:
আমার বাঙালি কি শুধুই দেখেই যাবে?
না কি কখনো সত্যিকারের মানুষ হবে?
লেখক: মুহাম্মদ আকতার উদদীন
প্রতিনিধি, দৈনিক দেশবার্তা
Leave a Reply