"বীরশ্রেষ্ঠ আলী আকবর"
মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
আঠার বছরের উদ্যম যুবক
আলী আকবর নাম
ইমাম হুসাইনের জ্যেষ্ঠ পুত্র
কারবালার যুদ্ধে যান।
তার চেহারা মুবারক ও কন্ঠ ছিল
দয়াল নবীর মত
সে কন্ঠ শোনার জন্য সাহাবাগণ
আসতো শত শত।
মা সাহারা বানু নিজ হাতে
পড়ালেন রণের সাজ
শহীদ হলেও শত্রুর বিরুদ্ধে
যুদ্ধ করবে আজ।
ব্যাঘ্র কন্ঠে হুংকার দিয়ে
নামলেন শ্রেষ্ঠ বীর
সামনে পেয়েছেন যত শত্রু
কতল করেছেন শির।
পিপাসার্ত হয়ে ফিরলেন তিনি
আপন শিবির
পিতার জিহ্বা শোষণ করে
আবার যুদ্ধে গেলেন বীর।
শত্রুগণ একত্রে মারল
বর্শা আর শত শত তীর
ভূমিতে পড়ে শত্রুর তলোয়ারে
ক্ষত বিক্ষত শির।
শহীদ হল হুসাইন পুত্র
ইতিহাস হল কারবালা
নবী বংশের করুণ কাহিনী
মু'মিন হলে কি যায় ভোলা!
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর,জালালাবাদ,বায়েজিদ,বোস্তামী, চট্টগ্রাম।