কবিতাঃ
বৃষ্টি পড়ে
স্বর্ণা তালুকদার
আকাশ জুড়ে মেঘের খেলা
পড়ে আসে যেন সন্ধ্যাবেলা
মনে পড়ে ছেলেবেলার সময়
জোনাকিরা আলো দিয়ে যায়।
মনটা হারায় ফুলবনের তীরে
বিজলি মেঘ দেখি বর্ষাসমীরে,
ঠান্ডা হলো দাবাদগ্ধ ধরাতল
বৃষ্টি বিনা হয় শুষ্কমরুতল,
নতুন ফোটা মিষ্টি নব কিশলয়
প্রকৃতি লাগে উচ্ছাসময়
আশাঢ়ে ভুতরে গল্পের আসর
সাথে চলে চা সমুচা ঝাল মজার।