বোয়ালখালী প্রতিনিধি :
যুব সমাজ যদি নবীর শিক্ষা ও চরিত্রকে অনুসরণ করে, তবে তারা মাদক, সন্ত্রাস ও হিংসা-বিদ্বেষ থেকে মুক্ত হয়ে শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠন করতে পারবে বলে মন্তব্য করেছেন মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শায়েখ সৈয়দ হাসান আল-আযহারী।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের বোয়ালখালী মুফতিপাড়া কুতুব বাড়ী মাহফিল উদ্যাপন কমিটি ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আল্লামা শাহজাদা সৈয়দ মুহাম্মদ ছৈয়দুল বারী, মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদীন আলকাদেরী, হাফেজ নুরুল আবছার আলকাদেরী ও শায়ের মহিউদ্দিন তানবীরসহ অনেকে।
এর আগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া অর্ধশতাধিক প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।