বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে এবি ব্যাংক পিএলসি'র এবি এজেন্ট ব্যাংকিং এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার পোপাদিয়া আকুবদণ্ডী নুরুল হকের টেক এলাকায় এ ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন হাওলা দরবারের পীরগদীনশীন পীরজাদা ছৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী।
এসময় উপস্থিত ছিলেন, পীরজাদা ছৈয়দ সাইফুল কুদ্দুস আকবরী, মুনিরুল কুদ্দুস আকবরী, এবি ব্যাংক পিএলসি বোয়ালখালী শাখার ব্যবস্থাপক মো.কামরুল হাসান চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, রিলেশনশিপ অফিসার মো.রাশেদুল করিম রাকিল, অফিসার মো.তরিকুল ইসলাম, জয় দেওয়ানজী, মো.ইলিয়াছ, এসএম শাহাবুদ্দিন, মেহেদী হাসান সুজন, মো.নাজিম উদ্দিন, অধ্যক্ষ আবদুর রহিম ও শাহাজাদা ছৈয়দ ইকতিশাব কুদ্দুস আকবরী।
এজেন্ট ব্যাংকিং চালুর মাধ্যমে স্থানীয়দের আর্থিক লেনদেন আরও সহজ হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।