বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
আধ্যাত্মিক চর্চা, আল্লাহর রাসূল (সা.) ও ওলিয়ায়ে কেরামের স্মরণই মানুষের অন্তরে নূরের আলো জ্বালায়। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে তরুণ প্রজন্মকে গাউসিয়া কমিটির সাথে যুক্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেন আঞ্জুমানে রহনানিয়া আহমদিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসাইন।
বোয়ালখালীতে গাউসিয়া কমিটি বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত পবিত্র ওরশ শরীফ, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ।
শনিবার (২৬ জুলাই) বাদে আসর মীরপাড়াস্থ খানক্বাহ শরীফে আহলে বায়ত রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম, খাজা চৌহরভী,শাহেনশাহে সিরিকোট,আল্লামা তৈয়্যব শাহ (রহঃ) স্মরণে এ আয়োজন হয়।
মাহফিলে গাউসিয়া কমিটির উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে এবং এস এম মমতাজুল ইসলাম ও সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দীনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ্ব কমরুদ্দীন সবুর।
বিশেষ অতিথি ছিলেন প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মুহাম্মদ গোলাম মহিউদ্দীন, কেবিনেট সদস্য আব্দুস সত্তার চৌধুরী, দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির আহ্বায়ক হাবিব উল্লাহ মাস্টার, সদস্য সচিব শেখ সালাহ উদ্দীন, সদস্য এম এ মন্নান চৌধুরী, মুহাম্মদ শওকত ওসমান, হাজী আব্দুর রহমান সওদাগর, ওমান গাউসিয়া কমিটির মুহাম্মদ জসিম উদ্দীন, শামসুল হক সিকদার, মাওলানা জয়নুল আবেদীন আলকাদেরী ও অধ্যাপক আবুল মনসুর দৌলতী।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌরসভার জাহাঙ্গীর আলম,নজরুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহিম, মনিরুল ইসলাম,বেলাল,উপজেলার কাজি এম এ জলিল,আবু সালেহ সাইফুল হক,ইস্কান্দর আলম দিদার,আতাউর রহমান,রফিক সিকদার, কাজি মিজানুল কাদের, ফজলুল কবির, ইদ্রিস সওদাগর, এম এ মাবুদ, আহমদ ছলিম সওদাগর, জহিরুল ইসলাম,আব্দুল্লাহ আল মামুন,আবুল বশর চৌধুরী, মনছুর আলম,কাউছার প্রমূখ
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।