নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালীতে গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গ্রাম পুলিশের নিয়মিত হাজিরা গ্রহণকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউএনও গ্রাম পুলিশের করণীয় দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “গ্রাম পুলিশের কর্মতৎপরতার ওপরই প্রত্যন্ত অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে নির্ভর করে। তাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি ইউনিয়ন পর্যায়ের গ্রাম পুলিশদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, গ্রাম আদালতের কার্যক্রম, বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা উপকারভোগী যাচাই-বাছাই, অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধসহ মাঠ পর্যায়ে সরকারের নানা কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।