মোঃ কায়সার (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বোয়ালখালীর শাকপুরা বাজারে দুটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
১১ নভেম্বর বিকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
এ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন - পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক মোজাহিদুর রহমান ও সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও অন্য প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও এসময় শাকপুরা বাজার ও গোমদন্ডী ফুলতল বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মনিটরিংয়েও অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ।