মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় পাসের হার ৭৭ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১৮৪ জন শিক্ষার্থী। গতবারের তুলনায় পাসের হার কমলেও জিপিএ–৫ বেড়েছে। গতবার পাসের হার ছিল ৮১ দশমিক ৯৯ শতাংশ। জিপিএ–৫ পেয়েছিল ১১৫ জন।
আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে এসব তথ্য জানান মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এ উপজেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিল ৩ হাজার ২ শত ২৯ জন। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৫ শত ২ জন। অকৃতকার্য হয়েছে ৭ শত ২৭ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কারিগরি পর্যায়ে পাসের হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ হলেও বিদ্যালয় পর্যায়ে পাসের হার ৭৭ দশমিক ৪৯ শতাংশ। তবে ফলাফল বিপর্যয় ঘটে মাদ্রাসা পর্যায়ে। যা পাসের হার ছিল ৫৪ দশমিক ৯৭ শতাংশ। এবার শত ভাগ পাস করেছে সৈয়দপুর হাসান-শাহীনুর একাডেমি।
এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম জানান, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি—দিনে, রাতে, পরীক্ষার আগমুহূর্তেও শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মনোবল জুগিয়েছি, প্রস্তুতির খোঁজ নিয়েছি। কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র দেখাল। ফলাফল আশানুরূপ হয়নি। হ্যাঁ, জিপিএ ৫ প্রাপ্তির হার বেড়েছে, যা আমাদের কিছুটা স্বস্তি দেয়। তবে প্রশাসনিক সহায়তা, সামাজিক প্রত্যাশা—সব মিলিয়ে যে রকম ফল চেয়েছিলাম, তা পাইনি।